Posts

নিখুত ভূল।

  আমরা নিখুঁত নই। একটা ঘাসফড়িং নিখুঁত, একটা সন্ধ্যাতারা নিখুঁত, একটা বৃষ্টির ফোঁটা নিখুঁত। নিখুঁত একটা বসন্তের রাত। কিন্তু আমরা জন্ম থেকেই পঙ্গু, বেঢপ, মূর্খ এবং দিশাহারা। আমরা ধূর্ত, জালিয়াত, ভঙ্গুর, ভিখারি। আমরা জন্মাই শুধু ভুল স্বপ্নে ভুল কামে ভুল শহরে হেঁটে নিজেদের ধ্বংস করার জন্য, ভুল মানুষকে ভালবেসে এবং আঘাত পেয়ে, বুক ভেঙে মরে যাওয়ার জন্য। শুধু, সবশেষে টের পাই, আমাদের ভুলগুলি কি মারাত্মক নিখুঁত !

ক্ষুধার্ত সপ্ন।

Image
প্রায় বহু বছর ক্ষুধার্ত থেকে সঞ্চয় জমিয়ে একটি সুখের মহা-মেশিন কিনতে গিয়ে দেখি; সেটা আমার মত সাধারণ মানুষের কাছে বিক্রি করবে না। মহামানবেরা সাধারণ মানুষকে সহ্য করতে পারে।

এতো এতো কথা আর অভিমান যাদের জন্য জমে আছে, তারা আমায় বুঝে না💔

Image
কিছু পুরুষ মানুষ তার শখের নারীকে অসম্ভব রকম যত্ন করে..!🖤  

অপুর্ণতা।

Image
ভালোবাসায় প্রাপ্তি রাখাটাই অন্যায়। ভালোবাসা হবে নিঃস্বার্থ, অপূর্ণ। ভালোবাসায় থাকবে দূরত্ব, একে অপরের প্রতি বিরহ। ভালোবাসা পূর্ণতা অর্থে তো বিয়ে বোঝাতে চাইছেন। আমি এবার বলি, বিয়ের পরেও কি আপনার নিজের ভালোবাসার মানুষটির প্রতি একইরকম টান থাকবে? নিশ্চয়ই না। কিন্তু আপনি ভালোবাসার মানুষটি কে না পেলে সে সারাজীবন আপনার হৃদয়ের একটা জায়গায় ঠিক থাকবে।  ভালোবাসায় পূর্ণতা না পাওয়ার আরো কারণ আছে। ধরুন, ভুল বোঝাবুঝি, একপাক্ষিক ভালোবাসা, সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা, পারিবারিক কারণ, সামাজিক কারণ। আমিও কাউকে একটুখানি ছুতে গিয়েছিলাম, ছোয়ার আগেই গোলাপের পাপড়ি হয়ে ঝরে পড়ে গেলাম...💔 তবে কখনো মনে হয়...একটা দিন অন্তত এমন আসুক,  মিথ্যে হলেও সে আমায় ভালবাসুক—🧡🌸

Hallucination

Image
একটা দিন অন্তত এমন আসুক,  মিথ্যে হলেও সে আমায় ভালবাসুক—🧡🌸  (হ্যালোসিনেশন)

তুচ্ছতাচ্ছিল্য

Image
  সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু রাখো ঘাস, একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ। -তুচ্ছতাচ্ছিল্য

আজগবী খোয়াব।

Image
অসময়ের বৃষ্টিরা বেশ কিছুটা তোমার মত। মাঝে মধ্যে তুমিও তো ওদের মতোই ছিটেফোঁটা আমার শহরে পড়তে পার। .....( আজগবী খোয়াব )